ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়ে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ট্রুথ পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
আরো পড়ুন:
ট্রাম্প বলেন, ‘সাধারণ জ্ঞান ও দারুণ বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য দুই দেশকে অভিনন্দন জানাই।’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে কার্যকর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে লিখেছেন, পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় আপস না করে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।
আরো পড়ুন:
এদিকে শান্তির পথ বেছে নেয়ায় ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।
যুদ্ধবিরতির পর পরই পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচলের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।