পেহেলগামে পর্যটক নিহতের ঘটনায় একে অপরকে দুষছে ভারত-পাকিস্তান

জম্মু-কাশ্মীর | ছবি: সংগৃহীত
0

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তান একে অপরকে দুষছে। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধসহ পাকিস্তানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি। পাকিস্তানের পতাকা পুড়িয়ে আন্দোলন করেছে ভারতীয়রা। নিরাপত্তা ঝুঁকিতে জম্মু-কাশ্মীরে পর্যটকদের বুকিং বাতিল হয়েছে ৯০ শতাংশ। সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সন্ত্রাসী হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিক হত্যার হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ ভূ-স্বর্গ কাশ্মীর। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হতাহতদের পরিবারের সদস্যরা।

ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়্যবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। ভারতীয় নিরাপত্তা সংস্থার ধারণা, তাদের পেছনে হাত আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর। কাশ্মীরের এমন ভয়াবহ ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক পৌঁছেছে চরমে।

হামলার দায় পুরোপুরি পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে ইসলামাদাবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। সিন্ধু পানি চুক্তি স্থগিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ আটারি-ওয়াঘা স্থলসীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়া, ভিসা বাতিলসহ পাকিস্তানিদের ভারত ছাড়তে দুই দিন সময় বেঁধে দেয়া হয়েছে। একইসঙ্গে পাকিস্তান হাইকমিশনের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া পাঁচটি পদক্ষেপ

১. ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২. ভারত-পাকিস্তানের আটারি-ওয়াঘা স্থলসীমান্ত বন্ধ

৩. পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসায় ভারতে প্রবেশ নিষিদ্ধ

৪. ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ও বহিষ্কার

৫. উভয় হাইকমিশন থেকে কর্মীদের সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নিয়ে আসা

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, 'কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তান তার সমর্থন প্রত্যাখ্যান না করলে সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। এছাড়া, সীমান্ত বন্ধসহ পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসাও বাতিল করা হয়েছে। হাইকমিশনে কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা হবে।'

এদিকে পাকিস্তান হামলার নিন্দা জানিয়ে ভারতের দিকেই আঙুল তুলছে। এটিকে ভারতের চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলছে জম্মু কাশ্মীরের পাকিস্তানভিত্তিক দলগুলো। এটি পূর্বপরিকল্পিত এবং কাশ্মীর সমস্যা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ভারতীয় গোয়েন্দারা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাকিস্তানভিত্তিক জম্মু-কাশ্মীর মুক্তি ফ্রন্টের।

পাকিস্তানভিত্তিক জম্মু কাশ্মীর মুক্তি ফ্রন্টের মুখপাত্র রফিক দার বলেন, 'মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের ভারত সফরে আছেন। এই সময়ে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে কলঙ্কিত করার জন্য অত্যন্ত সুকৌশলে ও সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর তীব্র নিন্দা জানাই আমরা। আন্তর্জাতিক সম্প্রদায়সহ জাতিসংঘের কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি।'

এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারতের সাধারণ মানুষ। জম্মু-কাশ্মীরের পর ভারতের পুনে, অমৃতসর ও চণ্ডীগড়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন বহু মানুষ। এ সময় তারা পাকিস্তান নিপাত যাক বলে স্লোগানও দেয়।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, 'যারা হামলা করেছে তার মারাত্মক ভুল করেছে। হামলাকারীরা কেউ রেহাই পাবে না।'

অন্য একজন বলেন, 'হামলাকারীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই সবাই শান্তি পাবে।'

গোটা কাশ্মীর উপত্যকায় বিরাজ করছে থমথমে অবস্থা। নিরাপত্তা শঙ্কায় কাশ্মীর ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির তথ্য বলছে, জম্মু-কাশ্মীরের প্রায় ৯০ শতাংশ অগ্রিম বুকিং এরইমধ্যে বাতিল হয়ে গেছে। পর্যটন মৌসুমেও সেখানে এখন শুনশান নিরবতা।

ভারত সফরের শেষ দিনে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

পেহেলগামের জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর হতাহতদের পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পেহেলগাম শহরে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। ২০০৮ সালের মুম্বাই বোমা হামলার পর ভারতে বেসামরিক নাগরিকদের ওপর এটি সবচেয়ে বড় নৃশংস ঘটনা।

এসএস