কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে উত্তর কোরিয়ায় নানা আয়োজন

কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে উত্তর কোরিয়ায় নানা আয়োজন
কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে উত্তর কোরিয়ায় নানা আয়োজন | এখন টিভি
0

উত্তর কোরিয়ায় প্রদর্শিত হচ্ছে মিষ্টি ও বিস্কুটের তৈরি ভাস্কর্যের প্রদর্শনী। আগামী ১৫ এপ্রিল দেশটির প্রতিষ্ঠাতা এবং নেতা কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে এই আয়োজন করে পিয়ংইয়ং। দিনটির নাম দেয়া হয়েছে এপ্রিল হলিডে।

সাত দশকের বেশি সময় ধরে উত্তর কোরিয়া শাসন করে আসছে কিম পরিবার। একটি বংশগত একনায়কতন্ত্রে পরিণত হয়েছে দেশটি। যেখানে কিমের পুত্র ও নাতি পালাক্রমে দেশ শাসন করছেন। কিম জন উনের দাদা কিম ইল সাং প্রায় পাঁচ দশক উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন। মূলত তার শাসনামলেই রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণে ছিল জনগণ। নাগরিকদের দৈনন্দিন জীবনেও নজরদারি ছিল রাষ্ট্রের।

প্রতি বছরই কিম ইল সাংয়ের জন্মদিন উপলক্ষে গোটা উত্তর কোরিয়া ঘিরে থাকে নানা আয়োজন। জন্মদিন উদযাপনের অংশ হিসেবে এবার পিয়ংইয়ংয়ে মিষ্টি ও বিস্কুটের তৈরি নানা ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

যেখানে হাজারের ওপর চিনি ও বিস্কুটের ভাস্কর্যের প্রদর্শন হয়। এগুলো শহরের বিভিন্ন বেকারি ও ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়। যা দেখতে ভিড় করেন অনেক দর্শনার্থী।

ভাস্কর্যের প্রদর্শকদের মধ্যে একজন বলেন, 'পিয়ংইয়ংয়ের জনপ্রিয় ঠান্ডা নুডলস, মুগ-বিন প্যানকেক, কচ্ছপ ইত্যাদি খাবার বিভিন্ন ধরনের মিষ্টি ও চিনি দিয়ে তৈরি ভাস্কর্যের মাধ্যমে প্রদর্শন করেছি।'

অন্য একজন বলেন, 'এসব জিনিস তৈরিতে নিত্যনতুন কৌশল ব্যবহার করেছি। ভবিষ্যতে ভিন্ন ধরনের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।'

প্রতি বছর ১৫ এপ্রিল দিনটিকে সূর্য দিবস হিসেবে পালন করে উত্তর কোরিয়া। যা দেশটির ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তবে এবার দিনটিকে 'এপ্রিল হলিডে' হিসেবে অভিহিত করেছে উত্তর কোরীয় সরকার।

এসএস