মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল তুরস্ক

এশিয়া
বিদেশে এখন
0

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল তুরস্ক। গতকাল (শুক্রবার, ২১ মার্চ) রাতেও দেশের অধিকাংশ রাজপথ ছিল সরকার বিরোধীদের দখলে।

মেয়র একরাম ইমামোগলুর দল সিএইচপির উদ্যোগে ইস্তাম্বুলে প্রতিবাদ সমাবেশে অংশ নেন লক্ষাধিক মানুষ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষে জড়ায় পুলিশ। ইতোমধ্যে আটক করা হয়েছে অর্ধশতাধিক আন্দোলনকারীকে।

এদিকে কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দুর্নীতি, সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা ও ২০১৩ সালের সরকার বিরোধী বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার একরাম সহ ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়।

যদিও ১২১ পৃষ্ঠার সাক্ষ্যে সকল অভিযোগ অস্বীকার করেছেন মেয়র।

এসএস