পাকিস্তানের মসজিদে নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৪

.
এশিয়া
বিদেশে এখন
0

নামাজ চলাকালীন পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি মসজিদে বিস্ফোরণে দুই শিশুসহ আহত হয়েছেন অন্তত ৪। জমিয়েত উলেমা ইসলাম ফজল নামে রাজনৈতিক দলের নেতা আব্দুল্লাহ নাদিমকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিস্ফোরণের পর মসজিদের ভেতরে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সম্প্রতি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসী হামলা ঘটনা বেড়েছে।

ইএ