ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, 'পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব বিশ্ব জনমতকে ধোঁকা দেয়ার প্রচেষ্টা। সবার সঙ্গে বছরের পর বছর আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় ইরান। তবে ট্রাম্প ক্ষমতায় এসেই তা বাতিল করে দেন। এমন অবস্থায় তাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনার প্রস্তাব গ্রহণ করার প্রশ্নই উঠে না।'
যদিও ট্রাম্পের চিঠিটি পড়ে দেখননি এই ধর্মীয় নেতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটি হস্তান্তর করেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা।