দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসেন সালামি গোপন এই ঘাঁটি পরির্দশন করেছেন।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য অনেকগুলো আন্ডার গ্রাউন্ড ঘাঁটির মধ্যে এটি একটি। গালফ সমুদ্রসীমায় ৫শ মিটার গভীরে অবস্থিত এটি। চলতি মাসেই সামরিক মহড়া চালাচ্ছে ইরান।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে ব্যালিস্টিক মিসাইল।