ইমরান খানের বিরুদ্ধে এ মামলা করেছিল দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো-এনএবি, যা আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত।
এর আগে দুই দফায় এ মামলার রায় ঘোষণার দিন ধার্য হলেও পরে তা পেছানো এনএবি'র অভিযোগ, ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি পাকিস্তানের একটি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি রুপি ও অনেক জমি নেন।
ইমরান খান ক্ষমতায় থাকাকালীন যুক্তরাজ্য পাকিস্তানকে যে পাঁচ হাজার কোটি রুপি ফেরত দিয়েছিলো, তা বৈধ করতে এসব লেনদেন হয়েছে।