মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, ইউএসজিএস জানিয়েছে, ভারতের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।
স্থানীয় সময় সকাল ১০টায় অনুভূত হওয়া কম্পন ছড়িয়ে পড়ে অন্তত ১২৭ কিলোমিটার এলাকা জুড়ে। কম্পনের তীব্রতা বেশি না হওয়ায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সিকিমে তিন দশমিক নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।