এশিয়া
বিদেশে এখন
0

দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে তদন্ত ইউনিট। সামরিক আইন ঘোষণার দায়ে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের।

দেশটির দুর্নীতি তদন্ত অফিস, পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ-পদস্থ কর্মকর্তাদের যৌথ সমন্বয়ে গঠিত হয়েছে তদন্তকারী দলটি। বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইওলকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

তাদের এই আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির আদালত। কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম হবে। দেশে হুট করেই মার্শাল ল জারির ঘটনায় গেল ১৪ ডিসেম্বর অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন সুক ইউল।

এএইচ