ইরানে নারী পোশাক সংক্রান্ত বিতর্কিত আইন কার্যকর স্থগিত

এশিয়া
বিদেশে এখন
0

নারীদের পোশাকবিধি সংক্রান্ত বিতর্কিত নতুন একটি আইন কার্যকর স্থগিত করেছে ইরান। আগামী শুক্রবার কার্যকর হওয়ার কথা থাকলেও ‘হিজাব ও সতীত্ব আইন’ সোমবার স্থগিত করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ।

‘অস্পষ্ট’ আখ্যা দিয়ে আইনটি সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। প্রস্তাবিত নতুন আইনে নির্ধারিত পোশাকবিধি উপেক্ষা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

নারী ও মানবাধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছেন এ আইনের। নারী ও কিশোরীদের পোশাক চর্চার ওপর কঠোর বিধি আরোপ রয়েছে ইরানে।

কয়েক দশক ধরে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সমতুল্য হিসেবে দেখে আসছে ইসলামিক প্রজাতন্ত্র দেশটি।

অতীতে একাধিকার এ নিয়ে গণরোষ ও আন্দোলনেরও মুখোমুখি হতে হয়েছে ইরান সরকারকে।

এএইচ