‘অস্পষ্ট’ আখ্যা দিয়ে আইনটি সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। প্রস্তাবিত নতুন আইনে নির্ধারিত পোশাকবিধি উপেক্ষা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
নারী ও মানবাধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছেন এ আইনের। নারী ও কিশোরীদের পোশাক চর্চার ওপর কঠোর বিধি আরোপ রয়েছে ইরানে।
কয়েক দশক ধরে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সমতুল্য হিসেবে দেখে আসছে ইসলামিক প্রজাতন্ত্র দেশটি।
অতীতে একাধিকার এ নিয়ে গণরোষ ও আন্দোলনেরও মুখোমুখি হতে হয়েছে ইরান সরকারকে।