গ্রেপ্তার হওয়া প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন বন্দি অবস্থায় আত্মহত্যার করার চেষ্টা করেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এখন তার অবস্থা স্থিতিশীল আছে।
এরই মধ্যে প্রেসিডেন্ট ইউন সুক ইওলসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রেসিডেন্ট ইউন সামরিক জারির ঘটনায় ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না। তার পদত্যাগে দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে দক্ষিণ কোরিয়া।