উদ্ধারকারী দল জানায়, নিহতদের ১৫ জনের মধ্যে দেশটির সুমাত্রা, করো, পাদাং লাওয়াস এবং সেলতান প্রদেশে মারা গেছেন ১১ জন। সেরদাং জেলায় প্রাণ হারিয়েছেন আরও ৪ জন।
সেনাবাহিনী জানায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ইন্দোনেশিয়ায় সাধারণত বর্ষাকালে প্রায়ই ঘটে ভূমিধসের ঘটনা।
পরিবেশবিদরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশটিতে বন উজাড় এবং অবৈধ খনির কারণে বেড়েছে ভূমিধসের ঝুঁকি।