এশিয়া
বিদেশে এখন
0

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল গোটা পাকিস্তান

পিটিআই নেতা ইমরান খানসহ দলের অন্যান্য কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল গোটা পাকিস্তান। টিয়ারশেল নিক্ষেপ ও ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এই গণআন্দোলন। উত্তেজনা বাড়তে থাকায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ (সোমবার, ২৫ নভেম্বর) বন্ধ রাখা হয়েছে। এমনকি বেলারুশের প্রেসিডেন্টের সফরকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামাবাদের ৩৩টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

স্লোগানো স্লোগানে উত্তাল পাকিস্তান, জোরালো হচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানসহ দলের অন্যান্য কারাবন্দি নেতাদের মুক্তির দাবি।

১৪৪ ধারা জারিসহ গতকাল প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলো আটকে দেয়ার পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করেও রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরান ভক্তদের বিক্ষোভ যাত্রা থামাতে পারছে না প্রশাসন। রোববার (২৪ নভেম্বর) সারাদিনের পর একটি উত্তপ্ত রাত পেরিয়ে সোমবার সকাল থেকেও অব্যাহত রাজধানীর পথে পিটিআই নেতা ও সমর্থকদের বিক্ষোভ যাত্রা।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এই বহরে যুক্ত হয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। অনেক স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির খবর পাওয়া গেছে।

ইমরান খানকে কারামুক্তির লক্ষ্যে পিটিআইয়ের 'ডু অর ডাই শীর্ষক' কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদে বেলারুশের প্রেসিডেন্ট ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের সফরের কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ অব্যাহত রেখেছে শেহবাজ শরিফ সরকার। তবে মোবাইল পরিষেবা সচল রাখা হয়েছে। এমনকি ইসলামাবাদ ঢুকতে রাওয়াত, মুন্দ্রাসহ ৩৩টি মূল প্রবেশপথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কর্মী।

এর আগে গত ১৩ নভেম্বর জেলে বসেই এই গণআন্দোলনের চূড়ান্ত ডাক দিয়েছেন ইমরান খান। ওইদিন তিনি তার সমর্থকদের দাবি আদায়ে ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান। যা এখনও চলমান।

এসএস