পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধানসভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডাকা হয়। বিধানসভা নির্বাচনের পর জম্মু ও কাশ্মীরের বিধানসভার প্রথম অধিবেশনেই বিধায়কদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় কাশ্মীর কিছু বিশেষ অধিকার পেতো। কিন্তু নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে এই অনুচ্ছেদ বিলোপ করে। বুধবার বিজেপির বিরোধের মধ্যে জম্মু ও কাশ্মীর বিধানসভায় কণ্ঠভোটে একটি প্রস্তাব গৃহীত হয়।
সেখানে ৩৭০ অনুচ্ছেদ আবারও চালু দাবি করা হয়। সেজন্য নির্বাচিত জন প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আলোচনা করার কথাও বলা হয়।
বৃহস্পতিবার এর বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। সেসময় বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। স্পিকার অধিবেশন স্থগিত ঘোষণা করেন। আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।