জম্মু-কাশ্মীর ইস্যুতে বিধানসভার প্রথম অধিবেশনে উত্তেজনা

.
এশিয়া
বিদেশে এখন
0

ভারতে জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল ইস্যুতে ছয় বছর পর প্রথম অধিবেশনেই বিধানসভার আইনপ্রণেতাদের মধ্যে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠে। আজ (সোমবার, ৪ নভেম্বর) সকালে বিধানসভার অধিবেশন শুরু পর পিডিপি বিধায়কের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়কেরা।

এতে পাঁচ বছর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে প্রস্তাব উপস্থাপন করেন আইনপ্রণেতা ওয়াহিদ পাররা। তিনি জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা।

তার উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করেন ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ও জম্মু-কাশ্মীরের বিরোধী দল বিজেপির আইনপ্রণেতারা।

এসময় পার্লামেন্টে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ'র উপস্থিতিতেই ঝগড়া গড়ায় হাতাহাতিতে। তার দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ও স্পিকার রহিম রাঠের প্রস্তাবে অনুমোদন দেয়ার আগেই ঘটে এ ঘটনা।

এএম