এতে পাঁচ বছর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে প্রস্তাব উপস্থাপন করেন আইনপ্রণেতা ওয়াহিদ পাররা। তিনি জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা।
তার উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করেন ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ও জম্মু-কাশ্মীরের বিরোধী দল বিজেপির আইনপ্রণেতারা।
এসময় পার্লামেন্টে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ'র উপস্থিতিতেই ঝগড়া গড়ায় হাতাহাতিতে। তার দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ও স্পিকার রহিম রাঠের প্রস্তাবে অনুমোদন দেয়ার আগেই ঘটে এ ঘটনা।