জম্মু-কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ট্রেন চলাচল শুরু

ভারতের জম্মু-কাশ্মীরে নির্মিত বিশ্বের সর্বোচ্চ 'চেনাব রেলসেতু'
ভারতের জম্মু-কাশ্মীরে নির্মিত বিশ্বের সর্বোচ্চ 'চেনাব রেলসেতু' | ছবি: সংগৃহীত
0

ভারতের জম্মু-কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে শুরু হয়েছে ট্রেন চলাচল। গতকাল শুক্রবার (৬ জুন) উদ্বোধনের পর এটিকে ভারতের নতুন আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে চিহ্নিত করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় ইস্পাত ও কংক্রিট দিয়ে নির্মিত সেতুটি উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে।

ভারতীয় রেলওয়ে জানিয়েছে, সেতুটির স্থায়ীত্ব ১২০ বছরের বেশি। এর মাধ্যমে কাশ্মীর উপত্যকা প্রথমবারের মতো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত হলো। শ্রীনগর ও কাত্রার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করেছে। 

এসএইচ