কলকাতার বুকে দাঁড়িয়ে আছে মার্কিন মুল্লুকের হোয়াইট হাউজ। যদিও প্রেসিডেন্ট বাইডেন নন, ভেতরে অধিষ্ঠিত দশভুজা দুর্গা। এবার এমনই অভিনব থিমে মণ্ডপ সাজিয়েছে কলকাতার মহম্মদ আলি পার্কের দুর্গাপূজা উদযাপন কমিটি।
কলকাতার আর পাঁচটা দুর্গাপূজার চেয়ে মহম্মদ আলী পার্কের পূজা একেবারেই আলাদা। হিন্দুদের পাশাপাশি এই আয়োজনে নানাভাবে সম্পৃক্ত থাকেন অঞ্চলটির মুসলিম সম্প্রদায়। শান্তি আর সম্পৃতির মেলবন্ধনে অসাম্প্রদায়িক এক চেতনার বহিপ্রকাশ ঘটে এখানে। এবার, ৫৬ বছরে পা দিয়েছে মহম্মদ আলি পার্কের পূজা।
এই বছর মহম্মদ আলি পার্কের প্রতিমা গড়েছেন শিল্পী কুশ বেরা। ভারতে সুপেয় পানির অভাব ও পানির অপচয় রোধ করার বার্তা দেয়া হয়েছে এবারের আয়োজনে।
শিল্পী কুশ বেরা বলেন, 'আমরা দেখিয়েছি জল না থাকলে মানুষ বাচঁতে পারবে না। আর জলের অপচয় না। এই জলের অপচয়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী দিনে জীবনটা কষ্টকর হবে।'
কলকাতার যে পূজা মণ্ডপের খ্যাতি রাজ্যজোড়া, তারমধ্যে বাগুইআটির শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা অন্যতম। বুর্জ খলিফা থেকে শুরু করে ভ্যাটিকান সিটি- অভিনব মণ্ডপ গড়ে প্রতিবারই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে শ্রীভূমি। এবছর, দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের আদলে বানানো হয়েছে পূজামণ্ডপ।
লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা এবার ৫২ বছরে পদার্পণ করল। মণ্ডপের সাজসজ্জা এতটাই অভিনব যে দেখে মনে হয় কলকাতার বুকে এ যেন এক টুকরো অন্ধ্রপ্রদেশ। মন্দিরের বাইরেও ঝলমল করছে নিখুঁত হাতের কাজ। সাজানো হয়েছে মন্দিরের বাইরের অংশও।
মাত্র ২ ইঞ্চির দুর্গা প্রতিমা । প্রতিমাটি গড়েছেন শিল্পী দেবতোষ দাস। ছবি: সংগৃহীত
তবে বড় বাজেট আর সাজসজ্জার আড়ম্বরের ভিড়েও মাত্র ২ ইঞ্চির দুর্গা প্রতিমা গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর অঞ্চলের শিল্পী দেবতোষ দাস। মাত্র ৪ দিন কাজ করে পেন্সিল দিয়ে এই মৌলিক প্রতিমাটি গড়েছেন শিল্পী। পেশায় ফটোগ্রাফার হলেও নেহাত শখের বসে প্লাস্টিকের বোতল, নারকেলের ছোবড়া দিয়ে মা দুর্গার প্রতিমা গড়েছেন এর আগে। দেবতোষের এই অভিনব দুর্গা প্রতিমাগুলো প্রদর্শন করা হয়েছে স্থানীয় একটি ক্লাবগুলোতে। পেশাদার মৃৎশিল্পী না হলেও দেবতোষের এই নয়নাভিরাম কাজ দেখতে কলকাতার বাইরে থেকেও অনেকে ভিড় করছেন শিল্পীর বাড়িতে।
শিল্পী দেবতোষ দাস বলেন, 'পেনসিলের শিষ দিয়ে আমি ২ ইঞ্চির দুর্গা প্রতিমা প্রতিমা বানিয়েছি। দুর্গা প্রতিমা তার ফ্যামিলিসহ কার্তিক,গনেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নিয়ে দুর্গা পরিবার।'
দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল হাওড়ার শিয়ালডাঙা এপিজি ক্লাবের পূজা মণ্ডপেও। বিশেষ করে, প্রতিমার অভিনবত্ব মন কেড়েছে দর্শনার্থীদের। আর সাবেকি ধাঁচের মাতৃমূর্তি গড়ে বরাবরের মতোই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে লেবুতলা ও বউবাজারের পূজা।