এশিয়া
বিদেশে এখন
0

টাইফুন ক্রাথনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাইওয়ানবাসীর

টাইফুন ক্রাথন আঘাতের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাইওয়ানের জনগণ। দ্বীপরাষ্ট্রে পুনরায় চালু হয়েছে সবধরণের প্রতিষ্ঠান।

শক্তি কমে যাওয়ায় টাইফুন থেকে নিম্নচাপে পরিণত হয়েছে ক্রাথন। যার প্রভাবে ভারি বৃষ্টিতে বন্যায় প্লাবিত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুটি অঞ্চল। বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ পরিবার। আরো প্রায় দেড় লাখ বাসিন্দা সুপেয় পানির অভাবে রয়েছেন।

বন্যার পানি সরিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কারে চারদিনের কর্মসূচি হাতে নিয়েছে দুই অঞ্চলের সরকার। এছাড়া শুক্রবার থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে বিমানবন্দর ও উচ্চগতির রেল নেটওয়ার্ক।

তাইওয়ানের পূর্ব উপকূলে টাইফুন আঘাত হানার ঘটনা নিয়মিত হলেও এবার আঘাত হেনেছে পশ্চিম উপকূলে। তাই টাইফুন ক্রাথনকে বিরল হিসেবে অভিহিত করছেন আবহাওয়াবিদরা।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর