এশিয়া
বিদেশে এখন
0

ইসরাইলি হামলায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন লেবাননের বাসিন্দারা

ভয়াবহ অবস্থা বিরাজ করছে লেবাননজুড়ে। ইসরাইলি বাহিনীর ক্রমাগত বিমান হামলা ও স্থল আক্রমণে একদিনে মারা গেছেন আরও ৪৫ জন। আহত বহু মানুষ। ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। লেবানন ত্যাগ করছেন অন্য দেশের নাগরিকরাও। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এদিকে লেবাননের মাটিতে ৮ ইসরাইলি সেনা নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু।

বিস্ফোরণের বিকট শব্দে নির্ঘুম রাত কাটছে লেবানিজদের। রাজধানী বৈরুতসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গেল দুই সপ্তাহে ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননে মারা গেছে হাজারের ওপর মানুষ। তাদের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল।

শুধু আকাশ পথেই না, স্থল অভিযানও অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। সীমান্ত এলাকার কয়েকটি গ্রামে প্রবেশ করেছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ গোষ্ঠী জানায়, স্থল অভিযানে তাদের সঙ্গে সংঘর্ষে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরাইলি সেনা। এদিকে, ইসরাইল বলছে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত স্থল অভিযান চলবে।

ইসরাইলের জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি বলেন, 'মধ্যপ্রাচ্যের যেকোনো পয়েন্টে পৌঁছে আঘাত করার সক্ষমতা আছে ইসরাইলের। শত্রুরা এখনও এটি বুঝতে পারেনি। তবে খুব শিগগিরই তারা তা টের পাবে। ইসরাইলি বাহিনী গাজা উপত্যকা, লেবাননসহ প্রায় সব সীমান্তে একসঙ্গে অভিযান চালাচ্ছে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ইসরাইলি সেনাদের কোনো বিরতি নেই।'

আতঙ্ক বিরাজ করছে গোটা লেবাননজুড়ে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে যে যেদিকে পারছে ছুটে বেড়াচ্ছে। অনেকেই আশ্রয় নিয়েছেন প্রতিবেশি দেশগুলোতে। আকাশ ও নৌপথে বহু বাসিন্দা পাড়ি জমাচ্ছেন সাইপ্রাস ও তুর্কিয়েতে। এদিকে, যুক্তরাজ্যসহ পশ্চিমা অনেক দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটে লেবানন থেকে নিজ দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। সবচেয়ে বেশি হামলার লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে যাচ্ছেন অনেকে। তাদের আশ্রয় হয়েছে বিভিন্ন দূতাবাসে।

লেবাননের বাসিন্দাদের মধ্যে একজন জানান, আমি আমার নিজ এলাকা ও বাসা ছেড়ে চলে যাচ্ছি। সেখানে ভয়ানক পরিস্থিতি। আমার স্ত্রী ও পরিবারকে সাইপ্রাসে পাঠিয়ে দিয়েছি। এবার আমিও সেখানে যাচ্ছি।

আরও একজন জানান, এই যুদ্ধ বন্ধ করা উচিত, এটি কোনো পক্ষের জন্যই ভাল কিছু নয়। এসব রাজনৈতিক সমস্যায় প্রাণ দিতে হচ্ছে বেসামরিক নাগরিকদের।

স্থল অভিযানে হিজবুলাহর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ইসরাইলের গেরিলা বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন ইতান ইতঝাকসহ ৮ সেনা। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু বলেন, 'নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের আজীবন স্মরণ রাখবে ইসরাইলিরা। যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের নির্মূল করবো। ইসরাইলের প্রতিটি নাগরিকের নিশ্চিত করে বিজয় নিশ্চিত করা হবে।'

এদিকে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে লেবাননের প্রায় ১০ লাখ বাসিন্দা। এসব রক্তপাত বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্‌বান জানান লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

এফএস