ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস এবং প্রতিরোধ করা হয়েছে। ইরানের আক্রমণে খুব একটি ক্ষয়ক্ষতি হয়নি ইসরাইলে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'এ ঘটনা প্রমাণ করে যে ইসরাইলের সামরিক সক্ষমতা অনেক এবং মার্কিন বাহিনীও তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে ইসরাইলকে সমর্থন দিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের প্রতিক্রিয়া নেয়া হবে তা এখনো ঠিক হয়নি।'
বাইডেন আরও বলেন, 'ইসরাইলের এই মুহূর্তে কী প্রয়োজন তার ওপর নির্ভর করছে ইরানকে কীভাবে জবাব দেয়া হবে।'