জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

এশিয়া
বিদেশে এখন
0

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৬টা পর্যন্ত। প্রথম ধাপের ২৪টি আসনের মধ্যে জম্মুতে ৮টি এবং কাশ্মীরে ১৬ আসনে ভোট হচ্ছে।

এই ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৯ জন প্রার্থী এবং ভোটার সংখ্যা ২৩ লাখ ২৭ হাজার ৫৮০ জন। প্রায় এক দশক পর বিধানসভা ভোট হচ্ছে ভূস্বর্গ হিসেবে পরিচিত এই উপত্যকায়।

কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্‌বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশনও। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপ এবং পহেলা অক্টোবর শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এএইচ