এশিয়া
বিদেশে এখন
0

থমথমে মণিপুর, ১১ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বিক্ষোভে অন্তঃসত্ত্বা আহতের ঘটনায় শনিবার ইমফাল ইস্ট আর ইমফাল ওয়েস্টে ১১ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ।

কারফিউর কারণে জনজীবন স্থবির হয়ে পড়ায় স্কুল খুলে দেয়ার আবেদন জানিয়েছে অল মণিপুর প্রাইভেট স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

এদিকে মণিপুরের কয়েকজন মন্ত্রীর বাসভবনের সামনে শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অস্থিতিশীলতার মধ্যে পাহাড়ি এলাকা থেকে রকেট উদ্ধার করেছে মণিপুরের নিরাপত্তা বাহিনী।

মূলত রাজ্যটিতে দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ রূপ নিয়েছে গণ-আন্দোলনে। দুই জনগোষ্ঠীর চলমান সংঘাতের জেরে এবার কেন্দ্র থেকে আলাদা হওয়ারও দাবি উঠেছে রাজ্যের বিভিন্ন মহলে।

তাদের মতে, মণিপুরে রাজ্য সরকার থাকলেও, তাদের হাত-পা বাধা কেন্দ্রীয় সরকারের কাছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর