শুক্রবার রাতভর প্রবল বর্ষণের পর শনিবারও মুষলধারে বৃষ্টি ঝরছে পশ্চিমবঙ্গের কলকাতা আর সংলগ্ন শহরতলিতে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরেছে এবং গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার তীব্র বৃষ্টির কবলে পড়বে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা, বিশেষ করে দক্ষিণাঞ্চল। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। জেলা দু'টিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দু'দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। রাস্তাঘাট জনশূন্য, গুটিকয়েক মানুষ বেরিয়েছেন প্রয়োজনের তাগিদে। কলকাতাসহ বিভিন্ন জেলায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে, থৈ থৈ করছে পানি।
শিল্পনগরী হলদিয়ার বিভিন্ন এলাকায় পানি উঠেছে, যা দ্রুত সরানোর চেষ্টায় ব্যস্ত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। এদিকে, টানা বৃষ্টিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ।
দিঘাসহ রাজ্যের দক্ষিণ উপকূলে চলছে প্রবল বৃষ্টিপাত। সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করতে করতে সন্ধ্যার পর শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
ঝাড়খন্ডে জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। এছাড়া দিল্লি, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্য প্রদেশ আর ছত্তিশগড়েও রয়েছে ভারী বৃষ্টির আভাস।