যদিও জামিন চেয়ে প্রথমে দারস্থ হয়েছিলেন দিল্লির হাইকোর্টে। সেখান থেকে মামলা গড়ায় সর্বোচ্চ আদালতে। গেল ৫ সেপ্টেম্বর শুনানির পর রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ভারত সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি। আটক হওয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেয়ায় অরবিন্দ কেজরিওয়াল-ই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন।