এই নীতির মধ্য দিয়ে দ্রুতগতিতে দেশটিতে বাড়বে পরমাণু অস্ত্র উৎপাদন কার্যক্রম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
কিম বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে পরমাণু সক্ষমতা বাড়ানো আর ব্যবহারে জোর দিতে হবে দেশটিকে। তবে যুক্তরাষ্ট্রসহ অন্য শত্রু দেশগুলোর হামলা ঝুঁকি প্রতিহত করতে শক্তিশালী সামরিক সক্ষমতার প্রয়োজন বলেও জানান তিনি।
এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যের কারণে পরমাণু হামলা ঝুঁকিতে আছে উত্তর কোরিয়া। যদিও পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।