এশিয়া
বিদেশে এখন
0

শিশুকে পোলিওমুক্ত রাখতে গাজায় টিকাদান কর্মসূচি

প্রায় সাড়ে ৬ লাখ শিশুকে পোলিওমুক্ত রাখতে গাজায় চলছে টিকাদান কর্মসূচি। প্রথম দফায় তিনদিনের কর্মসূচিতে সীমিত যুদ্ধবিরতির কথা জাতিসংঘ জানালেও বিষয়টিকে মিথ্যা হিসেবে আখ্যা দিয়েছে ইসরাইল। উপত্যকা থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর নেতানিয়াহু'র বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছেন হাজারো ইসরাইলি। এদিকে কারফিউ জারি করে পশ্চিমতীরে চালানো সামরিক অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ১২ ফিলিস্তিনি।

২৫ বছর পর গাজায় প্রথম পোলিও আক্রান্ত শিশু শনাক্তের পর নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। (শনিবার,৩১ আগস্ট) নির্ধারিত সময়ের একদিন আগে থেকে শুরু হয়েছে উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি। খান ইউনিসের আল নাসের হাসপাতালে কর্মসূচি উদ্বোধনের সময় টিকা দেয়া হয় ১০ শিশুকে।

তিনদিনের কর্মসূচিতে ৬ লাখ ৪০ হাজার শিশুকে প্রথম ডোজ প্রদানের লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য উপত্যকায় সরবরাহ করা হয়েছে ১৩ লাখ টিকা। আরও ৪ লাখ টিকা আসবে কয়েকদিনের মধ্যে। চার সপ্তাহের মধ্যে উপত্যকার অন্তত ৯০ শতাংশ শিশুকে দিতে হবে টিকার দুই ডোজ। যুদ্ধের মধ্যে এমন বৃহৎ কর্মযজ্ঞকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র কর্মকর্তারা।

সংস্থাটির ফিলিস্তিন বিষয়ক প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন জানান, ২ হাজার ১৮০ জন স্বাস্থ্যকর্মী ও কমিউনিটি কর্মী এই কর্মসূচিতে সহায়তা করবেন। ৩৯২টি নির্ধারিত স্থানে থাকবেন ২শ' থেকে ৩শ' ভ্রাম্যমাণ দল। এই বড় কর্মযজ্ঞে কর্মীদের নিরাপত্তা সবচেয়ে জরুরি।

শিশুদের পোলিও টিকা নিতে সুযোগ করে দিতে গেল শুক্রবার সীমিত পরিসরে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল।

জাতিসংঘ জানায়, কর্মসূচির তিন দিন অস্ত্রবিরতি পালন করা হবে দিনের শেষ আটঘণ্টা সময়। তবে দুইদিন পর এমন দাবি অস্বীকার করেছে ইসরাইল।

প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, অস্ত্রবিরতির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। স্বাস্থ্যকর্মীদের উপত্যকায় পৌঁছাতে সহায়তার জন্য কয়েকঘণ্টার জন্য চালু থাকবে মানবিক করিডোর। কর্মসূচি সফল করতে অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

গাজার উপ স্বাস্থ্যমন্ত্রী ইউসুফ আবু আল রিশ বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় যদি সত্যিই কর্মসূচি সফল করতে চায়, সেক্ষেত্রে অস্ত্রবিরতি প্রয়োজন। ভাইরাস যেকোনো স্থানে পৌঁছাতে পারে। তাই নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়েও উপত্যকার সর্বত্রই স্বাস্থ্যকর্মীদের যেতে হবে।'

এদিকে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইল। শনিবার (৩১ আগস্ট) দিনভর ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬১ ফিলিস্তিনি। এদিন একটি সুরঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে ১ মার্কিনসহ ৬ জিম্মির মরদেহ। মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধ শেষ করার সময় চলে এসেছে।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন জানান, 'দুইপক্ষের নেতারা মিশরে দেখা করেছেন। আশা করছি দ্রুতই চুক্তি করতে সমর্থ হব। তারা যুদ্ধবিরতির নীতিগুলো নিয়ে একমত হয়েছেন। তাই আমি যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী।'

এদিকে জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতি কার্যকরের দাবি নিয়ে রাজপথে নেমেছে হাজারো ইসরাইলি নাগরিক। তেল আবিবসহ বড় শহরগুলোয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। দাবি ছিল আগাম নির্বাচনেরও।

গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। নগরীজুড়ে জারি করা হয়েছে কারফিউ। বন্ধ করা হয়েছে বিদ্যুৎ ও পানির সেবা।

জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে নির্যাতন হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। অবিলম্বে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর