এশিয়া
বিদেশে এখন
0

ত্রিপুরায় অতিবৃষ্টি-বন্যা-ভূমিধসে সাতজনের মৃত্যু

ভারতের ত্রিপুরায় অতিবৃষ্টি-বন্যা-ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে সাতজনের, নিখোঁজ রয়েছেন দুইজন। বিপৎসীমার ওপরে বইছে হাওড়া, ধলাই, মুহুরি ও খোয়াই নদীর পানি। এতে বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতেও পানির চাপ বাড়ছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ সীমান্তবর্তী চার রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সাথে মনিপুর, নাগাল্যান্ড আর কেরালাসহ মোট সাত রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

ত্রিপুরায় ৪৮ ঘণ্টার বিরামহীন বৃষ্টিতে তলিয়ে গেছে রাজ্যের বেশিরভাগ এলাকা। আশ্রয়কেন্দ্রে পাঁচ হাজার ৬০০ এরও বেশি পরিবার। পরিস্থিতি বেশি খারাপ রাজ্যের দক্ষিণে, বিশেষ করে শান্তির বাজার ও বেলোনিয়া এলাকায়।

মে মাসে শক্তিশালী সাইক্লোনের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে রাজ্যটি। এরমধ্যেই টানা ভারি বৃষ্টির আঘাত।

tech