এশিয়া
বিদেশে এখন
0

তালেবানের ক্ষমতা পুনর্দখলের তিনবছর আজ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে আফগানিস্তানে পালিত হলো তালেবানের ক্ষমতা পুনর্দখল তৃতীয় বর্ষপূর্তি। ২০ বছরের পরাধীনতার শিকল ভাঙা উদযাপনে যোদ্ধাদের পাশাপাশি দেশটির রাস্তায় নেমে আসে শিশুরা। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে জব্দ করা সম্পদ দ্রুতই যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে সাধারণ আফগান জনগণ।

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের সাবেক মার্কিন বিমানঘাঁটি বাগরাম। নীল আকাশ ভেদ করে উড়ছে হেলিকপ্টার। সূর্যের প্রখর উত্তাপের মাঝে সামরিক কুচকাওয়াজে ব্যস্ত সেনারা। এভাবেই আফগানিস্তানে মার্কিন শাসন পতনের তৃতীয় বার্ষিকী পালন করছে তালেবানরা।

শুধু বাগরামেই নয়, তালেবানের ক্ষমতা পুনর্দখল উদযাপন উপলক্ষে বুধবার (১৪ আগস্ট) পুরো আফগানিস্তান জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। হাতে তালেবানের পতাকা নিয়ে সাঁজায়ো যানে দেশের গুরুত্বপূর্ণ শহর ঘুরে বেড়ান যোদ্ধারা। তাদের সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া বিভিন্ন যুদ্ধাস্ত্র। সাধারণ মানুষের পাশাপাশি সেনাদের সঙ্গে তালেবানের পোশাক পরে যোগ দেন শিশুরাও।

স্থানীয় একজন বলেন, 'আজ আমাদের খুশির দিন, বিজয়ের দিন। এই দিনেই মার্কিনিরা পরাজিত হয় আর আমাদের দেশ দখল মুক্ত হয়। আজ বিজয় উদযাপনে এসেছি। তিন বছর আগে আমাদের শহীদদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা আবারো স্বাধীনতা পেয়েছি।'

তালেবানের ক্ষমতা পুনর্দখলের তিন বছরে অনেক চড়াই উৎড়াই দেখেছে আফগানিস্তান। কোনো দেশের কাছ থেকে তালেবান শাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি না মিললেও উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে। এমনকি জাতিসংঘের বৈশ্বিক আলোচনায় অংশ নেয় তালেবানের নেতারা। তবে, এখনও ঘুরে দাঁড়াতে পারেনি দেশটির অর্থনীতি।

২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে বিশ্বের সেরা মুদ্রার তালিকায় উঠে আসে আফগানিস্তানের মুদ্রা। যদিও সে বছর দেশটির মোট রাজস্বের ৩০ শতাংশই নির্ভর করে বৈদেশিক সহায়তার ওপর। গেল বছর তালেবান প্রায় ২৯৬ কোটি ডলার কর আদায় করলেও দেশের প্রয়োজনের তুলনায় একেবারে নগণ্য। ইসলামে সুদ হারাম হওয়ায় ধার দিচ্ছে না ব্যাংক।

অন্যদিকে তালেবানকে স্বীকৃতি না দেয়ায় দাতা সংস্থাগুলোর কাছ থেকে ধার পাচ্ছে না সরকার। তাই প্রাকৃতিক সংকটে বিপর্যস্ত আফগানিস্তানের বহু নাগরিক চাকরির খোঁজে দেশান্তরী হচ্ছেন ইরান কিংবা পাকিস্তানে।

দেশটির একজন বাসিন্দা বলেন, 'দেশে চাকরি নেই। অনেক বেকার দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইরান ও পাকিস্তানে। যদি চাকরির বাজার ঠিক হয়, তাহলে কেউই দেশ ছাড়তে চাইতো না। মার্কিন সেনাদের পতনের পর বিশ্বজুড়ে ব্যাংকে জমাকৃত আফগানিস্তানের বিপুল সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। দেশটির জনগণের দাবি, অর্থনীতি পুনরুত্থানে দ্রুতই ছাড় দেয়া হোক এই অর্থ। জব্দ করা বিপুল অর্থ আফগানিস্তানের জনগণের সম্পদ। মার্কিনিরা ২০ বছর ধরে আমাদের শাসন করেছে। হত্যা করেছে অসংখ্য আফগানিদের। তারা এখন আমাদের দরিদ্রতার মুখে ঠেলে দিয়ে ধ্বংস করতে চাচ্ছে।'

মার্কিন সমর্থিত সরকার পতনের পর ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। আফগান ক্যালেন্ডার অনুযায়ী ক্ষমতা পুনর্দখল বার্ষিকীটি একদিন আগে পালন করা হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর