এশিয়া
বিদেশে এখন
0

জাপানের নাগাসাকি দিবস আজ

আজ নাগাসাকি দিবস। ৭৯ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ১৯৪৫ সালের এই দিনে জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

শহরের ক্যাথলিক গির্জার ঠিক ওপরে ফেলা এ বোমায় প্রাণ হারান ৭০ হাজারের বেশি বাসিন্দা। দিনটি উপলক্ষ্যে নাগাসাকির পিস মেমোরিয়ালে শুক্রবার (১০ আগস্ট) শ্রদ্ধা জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এসময় সেখানে উপস্থিত ছিলেন নাগাসাকির মেয়র শিরো সুজুকি।

এদিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সেখানে শ্রদ্ধা নিবেদন করতে এলেও, আমন্ত্রণ জানানো হয়নি ইসরাইল এবং রাশিয়ার রাষ্ট্রদূতকে। নাগাসাকিকে বোমা ফেলার তিনদিন আগে ১৯৪৫ সালের ৬ আগস্ট প্রথমবারের মতো পারমাণবিক হামলা চালানো হয় জাপানের হিরোশিমা শহরে। তিনদিনের ব্যবধানে এ দুটি হামলায় প্রাণ হারান সোয়া দুই লাখেরও বেশি বাসিন্দা।

তবে, নাগাসাকিদের হামলার ছয়দিনের মাথায় ১৫ আগস্ট মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণে বাধ্য হয় জাপান।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর