ভারতের কলকতায় অবস্থিত জনপ্রিয় দর্শণীয় স্থান রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল। সাদা পাথরের তৈরি শত বছর পুরোনো এই স্থাপনাটি প্রায় ২৫ হেক্টর জমি নিয়ে বিস্তৃত।
বছরজুড়ে দেশি-বিদেশি পর্যটকদের ঢল থাকে এখানে। তবে এবার তীব্র গরমে দর্শনার্থীদের সংখ্যা আগের চেয়ে কমেছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়াও অনেকটাই পর্যটকহীন হয়ে পড়ছে বিড়লা মিউজিয়াম, জাতীয় সংগ্রহশালা, মনুমেন্ট, রেড কোর্সের ময়দান, ইডেন গার্ডেন্সসহ একাধিক দর্শনীয় স্থান।
ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ অব্যবস্থাপনায় আগের চেয়ে অপরিষ্কার-অপরিচ্ছন্ন হয়ে পড়েছে দর্শনীয় এসব জায়গা। পর্যটক কম থাকায় কমেছে আশপাশের দোকানিদের বেচাকেনা। সেই সঙ্গে পর্যটক নির্ভর ট্যাক্সি ড্রাইভাররাও রয়েছেন সংকটে।
এদিকে কলকাতায় যাওয়া বাংলাদেশি পর্যটকরা বলছেন ই-ভিসা চালুর সুফল ভোগের অপেক্ষায় রয়েছেন তারা। কারণ ই-ভিসা না থাকায় ভিসা পেতে অনেক সময় লেগে যায়।
ঐতিহাসিক এসব স্থাপনা আবার ফিরে পাক তার পুরোনো জৌলুস এমনটাই প্রত্যাশা ভ্রমণপিপাসুদের।