এশিয়া
বিদেশে এখন
0

চাঁদের মাটি থেকে কক্ষপথের উদ্দেশে মহাকাশযান চাঙ্গি সিক্স

চাঁদের মাটি থেকে কক্ষপথের উদ্দেশে রওয়ানা হয়েছে চীনের মহাকাশযান চাঙ্গি সিক্স। স্থানীয় সময় আজ (মঙ্গলবার, ৪ জুন) রওয়ানা হয় এ মহাকাশযানটি।

চাঁদের দুর্গম স্থান থেকে নমুনা নিয়ে আসছে স্পেস প্রোব, যেই স্থানে এখনও কোনো মহাকাশযান যেতে পারেনি। ল্যান্ডারে থাকা কন্টেইনারে নিয়ে আসা হচ্ছে চাঁদের মাটি ও পাথরের নমুনা।

চাঁদের মাটিতে রোবোটিক হাত দিয়ে ড্রিল করে সংগ্রহ করা হয়েছে নমুনা। চীনের জাতীয় মহাকাশ সংস্থা বলছে, ৩ মে উৎক্ষেপণ করা এই ল্যান্ডার একমাসের সফর শেষে রোববার চাঁদের দক্ষিণ মেরুর অ্যাটকেন বেসিনে অবতরণ করে।

এই ল্যান্ডারে ছিল ল্যান্ডিং ক্যামেরা, প্যানারোমিক ক্যামেরা, চাঁদের মাটি পরীক্ষার যন্ত্র। পৃথিবীতে ফেরত আসা মহাকাশযানকে নমুনা হস্তান্তর করবে চাঙ্গি সিক্স। এই মহাকাশযান অবতরণ করবে চীনের ইনার মঙ্গোলিয়ায়।