এশিয়া
বিদেশে এখন
0

চীনের ওপর ক্ষেপে রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

তিনটি বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে বক্তব্য দেয়ার ঘটনায় তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবু মুসা, গ্রেটার ও লেসার তুনব নামের তিনটি দ্বীপের মালিকানা দাবি করে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দ্বীপগুলোতে ইরানের সার্বভৌমত্ব আমিরাতের সঙ্গে চীনের যৌথ বিবৃতির প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে ইরান।

জানা গেছে, ১৯৭১ সাল থেকে দ্বীপগুলো ইরানের দখলে রয়েছে। গত এক দশক ধরে ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন। তাই ইরান আশা করে চীন এই বিষয়ে নিজের অবস্থান সংশোধন করে নেবে।