এশিয়া
বিদেশে এখন
0

গুজরাটে গেমিং জোনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জনের মৃত্যু

ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গেমিং জোনের মালিকদের আটক করা হয়েছে। যাদের অবহেলার কারণে এই ঘটনা- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

এছাড়া প্রত্যেক নিহতের পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এরই মধ্যে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, 'রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছি।'

ঘটনার পর থেকে আগুনের লেলিহান শিখা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।