গেল কয়েকদিন ধরেই ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খাণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে তাপমাত্রার পারদ ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
এ পরিস্থিতিতে সাধারণ জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে দেশটির আবহাওয়া বিভাগ।
এক ব্যবসায়ী বলেন, 'গরমের কারণে অনেক লোকসান গুণতে হচ্ছে। এই মাছগুলো যদি দিনের মধ্যে বিক্রি করতে না পারি তাহলে পচে যাবে। তাই অনেক সময় এক হাজার রুপির মাছ ২ থেকে ৩শ' রুপিতে বিক্রি করতে বাধ্য হই।'
এক ডাব ব্যবসায়ী বলেন, 'ডাবের ব্যবসায় ভাটা পড়েছে। বিশেষ করে, এপ্রিলের এ গরমে ডাবের দর বেড়ে গেছে। মধ্যবিত্তরা এতো দাম দিয়ে ডাবের পানি খেতে চান না।'
আর পেটের দায়ে তীব্র এ গরমে স্বাস্থ্যঝুঁকি নিয়েই যারা দিনমজুরের কাজ করছেন, ’তাদের পরিস্থিতি আরও ভয়াবহ। দিনমজুররা বলেন, যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন কর্মক্ষমতা হারিয়ে ফেলি। প্রচণ্ড ঘামতে থাকি। আমাদের জন্য কাজ করা অনেক কষ্টের হয়ে যায়।’
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দাবদাহ থেকে বাঁচতে সেখানকার বাসিন্দারা অনেকেই ছুটছেন সমুদ্রতীরে। এছাড়া পশ্চিমবঙ্গের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমবঙ্গ ও মুম্বাইসহ ভারতের বেশিরভাগ রাজ্যে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।