এশিয়া
বিদেশে এখন
0

তাপপ্রবাহে ভারতে কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা

গেল কয়েক সপ্তাহ ধরে ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এতে প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে আসা যাত্রীদের সংখ্যায়।

বাংলাদেশের পর্যটকের সংখ্যা কমায় সীমান্তের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। তীব্র অস্বস্তিকর গরমে রোজগারে নেমেছে ভাঁটা। ইমিগ্রেশন জটিলতায় অনেক যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, তাপপ্রবাহের প্রভাব থাকবে আরও কয়েকদিন। সপ্তাহ শেষে দক্ষিণ-পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চার জেলায় জারি করা হয়েছে চরম তাপপ্রবাহের লাল সতর্কতা।

এসএস