এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ২৯

প্রবল তুষারপাতে অচল হয়ে পড়েছে পাকিস্তানের অনেক অঞ্চল। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ২৯ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

আহত হয়েছে আরও প্রায় অর্ধশত মানুষ। অচল হয়ে যাওয়া অঞ্চলের মধ্যে রয়েছে গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশিরভাগ এলাকা।

দুদিনের তুষারপাতে খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন অন্তত ২২ জন। টানা ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা। বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। শত শত ঘরবাড়ি ভেঙে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ ও গিলগিট ও স্কারদু শহরে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বন্যায় বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডুবে গেছে এ প্রদেশের বেশিরভাগ রাস্তা। বেশ কয়েকটি জেলার স্কুলগুলোর শীতকালীন ছুটি ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এসব এলাকায় তুষারপাত জমেছে ছয় ইঞ্চি পর্যন্ত।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর