এশিয়া
বিদেশে এখন
0

ভারতে কৃষক আন্দোলন, মঙ্গলবার রাজধানী ঘেরাও কর্মসূচি

আবারও কৃষক আন্দোলনের মুখে ভারত সরকার। পূর্বঘোষিত কর্মসূচি রুখতে বিজেপি শাসিত হরিয়ানার ৭টি জেলায় তিনদিন আগেই ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দিয়েছে রাজ্য সরকার। যা আগামী মঙ্গলবার রাত পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের সঙ্গে সীমান্ত বন্ধ করতে পারে হরিয়ানা পুলিশ। রাজধানী দিল্লি ঘেরাওয়ের উদ্দেশ্যে কৃষকদের যাত্রা এবং পাঞ্জাব থেকে আন্দোলনরত কৃষকদের হরিয়ানায় প্রবেশ ঠেকাতে চলছে এই পরিকল্পনা।

হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষকদের আটকাতে এরই মধ্যে সিমেন্টের ব্যারিয়ার, কাঁটাতারের বেড়া ও বালির বস্তা বসিয়েছে পুলিশ। জলকামান আর ড্রোন মোতায়েনের কাজও চলছে।

এনডিটিভি জানিয়েছে, উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিশ্চিতে নতুন আইন এবং কৃষকদের জন্য পেনশন আর বীমা নীতির দাবিতে এ আন্দোলনের ডাক দিয়েছে দুইশো’র বেশি সংগঠন।

গেল কয়েক বছরে ভারতের সবচেয়ে বড় কৃষক আন্দোলনের মুখে পড়েছে বিজেপি সরকার। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এবার বেশ কঠোর অবস্থানে প্রশাসন।