শনিবার (৩ ফেব্রুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজ সেনাদের প্রত্যাহার করে নেবে নয়াদিল্লি। ভারত মহাসাগরের দ্বীপ দেশটি থেকে ভারতীয় প্রায় ৮০ জন সেনাকে সরিয়ে নিয়ে বেসামরিক কর্মীদের নিয়োগ করা হবে বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারে বৈশ্বিক শক্তিগুলোর ব্যাপক দৌড়ঝাঁপের মধ্যে সম্প্রতি মালদ্বীপের সঙ্গে ভারতের টানাপোড়েন তৈরি হয়েছে। ঐতিহ্যগতভাবে প্রতিবেশি এই দেশটি ভারত ঘেঁষা হলেও মালদ্বীপের চীনপন্থি নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত নভেম্বরে ক্ষমতায় আসার পর সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
মুইজ্জুর নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসার পর মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারে ব্যবস্থা নেবেন তিনি।