এশিয়া
বিদেশে এখন
0

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

সাইফার মামলায় এ রায় দিলো বিশেষ আদালত

আলোচিত সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একই মামলায় পিটিআইয়ের শীর্ষ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও একই সাজা দেয়া হয়েছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুই নেতার উপস্থিতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক আবু আল হাসনাত জুলকারনাইন। ইমরান খানের বক্তব্য রেকর্ড করার পর গোপন তারবার্তাগুলোর অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে ইমরান জানান, তারবার্তাগুলো কোথায় রয়েছে তা জানেন না তিনি।

দুই নেতাকে সাজা দেয়ার এই রায়কে জালিয়াতি বলে আখ্যা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।

ইমরান খানের বিরুদ্ধে সাইফার মামলাটি মূলত একটি কূটনৈতিক নথি সম্পর্কিত। তদন্তকারী সংস্থার অভিযোগ, ক্ষমতা ছাড়ার পর এই নথি ইমরান খান কখনো ফেরত দেননি। ইমরান খানের দল পিটিআই এর দাবি, প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার প্রমাণ আছে এই নথিতে।

সাইফার মামলার রায়ের মাধ্যমে দ্বিতীয়বার দণ্ডিত হলেন ইমরান খান। এর আগে গেল বছরের আগস্টে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সাবেক এই তারকা ক্রিকেটার।

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জাতীয় নির্বাচন। এর মাত্র ১ সপ্তাহ আগেই কারাদণ্ডাদেশের রায় এলো ইমরানের খানের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের ব্যাট প্রতীক বাতিলের সিদ্ধান্তে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর