বিক্ষোভের ডাক দিলো ইমরান খানের পিটিআই; রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ইমরান খান
ইমরান খান | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার কিংবা কারা কর্তৃপক্ষ কারও পক্ষ থেকেই তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ইমরান খানের পরিবারও দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন দলের নেতারা।

এমন পরিস্থিতিতে দলের কর্মীদের নিয়ে রাওয়ালপিন্ডিতে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের ঘোষণা দেয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এর ফলে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৫ বা তার বেশি মানুষের যেকোনো সমাবেশ, জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। খবর এনডিটিভির।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানান, জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞার মধ্যে অস্ত্র বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন কোনও ধরনের সরঞ্জাম বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের পেছনে যাত্রী বহন, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার এবং আপত্তিকর বা উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রচার করাও নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ অমান্য করে যেকোনোভাবে এই নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। তার অবস্থান ও স্বাস্থ্যের বিষয়ে অনিশ্চয়তা বাড়ায় সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এনএইচ