এশিয়া
বিদেশে এখন
0

জাপানে বিমান দুর্ঘটনার তদন্ত চলছে

জাপানের হানেদা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ আর আগুন লাগার ঘটনায় চলছে তদন্ত।

টোকিওর মেট্রোপলিটন পুলিশ বলছে, এই দুর্ঘটনায় কর্তৃপক্ষের কোন গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। পর্যবেক্ষণ করা হচ্ছে বিমানের ধ্বংসাবশেষ। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

মঙ্গলবার হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের এয়ারবাস এ থ্রি ফাইভ জিরো আরেকটি কোস্ট গার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষ হয়ে আগুন লেগে যায়। বড় যাত্রীবাহী বিমানের সবাই প্রাণে বেঁচে গেলেও কোস্টগার্ডের বিমানের ৬ ক্রু সদস্যের মৃত্যু হয়।