এবার পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ঘোষণা, নতুন বছরে আরও কয়েকটি স্পাই স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে।
কোরিয়া ওয়ার্কার্স পার্টির পাঁচ দিনব্যাপী এক বৈঠক শেষে কিম বলেন, 'দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমঝোতা সম্ভব নয়, সিউলকে এখন শত্রু হিসেবেই দেখছে পিয়ংইয়ং। এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা ঘনীভূত করার পেছনে যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলেন তিনি। যদি কেউ এই অঞ্চলে অভিযান চালানোর চেষ্টা করে, কোরিয়া উপদ্বীপে যুদ্ধ অনিবার্য।'
নিজ দেশের সেনাবাহিনীকে পরমাণু বোমা নিয়ে পর্যন্ত প্রস্তুত থাকতে বলেছেন কিম। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে কিম প্রশাসন।
কোরিয়া উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দক্ষিণ কোরিয়াকে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। উত্তর কোরিয়ার এখন চীন আর রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রয়েছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার আশঙ্কা, ২০২৪ সালে উত্তর কোরিয়া সামরিক উস্কানিমূলক কার্যক্রম কিংবা সাইবার অ্যাটাক করতে পারে। উত্তর কোরিয়া মহাকাশে স্পাই স্যাটেলাইট পাঠানোর পর চলতি বছরই কোরিয়া দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ২০২৩ সালে রেকর্ড পরিমাণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং।





