নতুন ক্ষেপণাস্ত্র পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

নতুন সুপার অটোনোমাস টর্পেডো
নতুন সুপার অটোনোমাস টর্পেডো | ছবি: রয়টার্স
0

রাশিয়া নতুন সুপার অটোনোমাস টর্পেডো বা ক্ষেপণাস্ত্র পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক শক্তিচালিত এই অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস তৈরি করে উপকূলীয় এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এর আগে গেল সপ্তাহেই যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম আরেক ক্ষেপণাস্ত্র বুরভেস্টনিক ক্রুজের সফল পরীক্ষা চালানোর দাবি করে মস্কো।

চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা ভেস্তে দিয়ে, নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পসেডইনের সফল পরীক্ষা চালানোর কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বুধবার মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সাথে দেখা করার সময় মঙ্গলবার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানান পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমরা আরেকটি সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছি। এটি পসেইডন, একটি স্বয়ংক্রিয় সাবমেরিন, যা পারমাণবিক শক্তির সাহায্যে চলে। প্রথমবারের মতো, আমরা কেবল সাবমেরিন থেকে এর বুস্টার মোটর ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতেই সফল হইনি, বরং পারমাণবিক শক্তিও যথাযথভাবে ব্যবহার করতে পেরেছি। এটি একটি অসাধারণ সাফল্য।’

পোসেডেইন পারমাণবিক শক্তিসম্পন্ন এমন এক ক্ষেপণাস্ত্র যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি সমুদ্রে একধরণের তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস সৃষ্টি করতে সক্ষম যা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।

আরও পড়ুন:

গ্রিক পুরাণের সমুদ্র দেবতা’র নামে বানানো এ সুপার টর্পেডো পোসেডইনের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মস্কো। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এটি টর্পেডো ও ড্রোনের সমন্বয়ে তৈরি এক নতুন ধরণের শক্তিশালী পারমাণবিক অস্ত্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘পোসেইডনের শক্তি আমাদের সবচেয়ে উন্নত আন্তঃমহাদেশীয়-পাল্লার ক্ষেপণাস্ত্র, সারমাট-এর চেয়েও বেশি। বিশ্বে সারমাটের মতো শক্তিশালী আর কোনও ক্ষেপণাস্ত্র নেই। এটি এখনও রাশিয়ায় মোতায়েন করা হয়নি, তবে শীঘ্রই এটি করা হবে। তবে পোসেইডন সারমাটের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী।’

তবে শুধু পোসেডইনের সফল পরীক্ষা নয় গেল সপ্তাহে আরেক শক্তিশালী পারমানবিক ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিকের সফল পরীক্ষা চালানোর দাবি করে রুশ প্রেসিডেন্ট। আর বুরেভেস্টনিক যেকোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম বলে দাবি মস্কোর।

১৯৭২ সালের অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে ২০০১ সালে একতরফাভাবে সরে আসে ওয়াশিংটন। ন্যাটোর সামরিক জোটকে শক্তিশালী করে তৈরি করের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল। এরপর জবাবে ২০১৮ সালে প্রথমবারের মতো পোসেইডন এবং বুরেভেস্টনিকের পরীক্ষা চালানোর ঘোষণা দেয় রাশিয়া।

ইএ