পেঁয়াজ নিয়ে বিপদে ভারতের ব্যবসায়ীরা

0

বাংলাদেশের ওপারে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা সীমান্তে খালাসের অপেক্ষায় শত শত পেঁয়াজের ট্রাক।

বাংলাদেশ-ভারত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ স্থল বন্দর ঘোজাডাঙা। সম্প্রতি পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার ফলে বন্দরটিতে আটকে পড়েছে কয়েকশ' পেঁয়াজ ভর্তি ট্রাক। আগে এলসি করা থাকলেও এখনও খালাস হয়নি এসব পেঁয়াজ।

রপ্তানিকারক ও ট্রাক চালকরা জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্দরে আটকে আছে নাসিক, মহারাষ্ট্র , পাঞ্জাব, বেঙ্গালুরু থেকে আসা পেঁয়াজের চালান। খালাস কার্যক্রম বন্ধ থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার টন পণ্য।

অপরদিকে প্রতিদিন গুনতে হচ্ছে বন্দরের পার্কিং চার্জ। এতে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। শিগগিরই পেঁয়াজ খালাসের দাবি জানান তারা।

চালকরা বলেন, প্রতিদিন গাড়ির চার্জ ৫০০ রুপি। গাড়ির কিস্তি রয়েছে এক লাখ রুপি, আমাদের একমাস নষ্ট হয়ে গেলো, পার্কিং ভাড়া দিতে হচ্ছে, আমাদের লোকসান হচ্ছে। তারা গাড়ি আনলোড করে না, শুধু ঘুরাচ্ছে।

চলতি বছর ভারতে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। প্রাকৃতিক দুর্যোগে মহারাষ্ট্রসহ অনেক জেলায় ক্ষতি হয়েছে ফলনের। বাজার স্বাভাবিক রাখতে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। যা বহাল থাকবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।

এসএস

আরও পড়ুন: