ব্যবসায়ীরা বলছেন, সীমান্তে আটকে আছে সাড়ে ৪শ' টন পেঁয়াজ। বাংলাদেশ সরকারের সঙ্গে এলসি হওয়া মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ এবার ছাড়ছে না ভারত সরকার। এতে বিপাকে পড়েছে বাংলাদেশ সরকার।
গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে মহারাষ্ট্র থেকে আসা ৩০টি পণ্যবাহী ট্রাক আটকে আছে সীমান্তে। পচন ধরার শঙ্কায় পেঁয়াজগুলো ট্রাক থেকে নামিয়ে খোলা বাজারে বিক্রির চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থা বলছে, কেন্দ্রের নির্দেশনা মেনেই কাজ করছেন তারা।