ভিসামুক্ত প্রবেশাধিকার দেবে ইন্দোনেশিয়া

শাহনুর শাকিব
0

ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়া দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে ইন্দোনেশিয়া। বিশেষ এ সুবিধা পাবে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ২০টি দেশের নাগরিকরা।

বৃহস্পতিবার (৭ডিসেম্বর) দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, একমাসের মধ্যেই প্রকাশ করা হবে সুবিধাপ্রাপ্ত দেশগুলোর চূড়ান্ত তালিকা। জানা গেছে, পর্যটন খাত থেকে আয় বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতি ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে এ পদক্ষেপ জাকার্তার।

চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দক্ষিণপূর্ব এশিয়ার পর্যটনপ্রিয় দেশটিতে ভ্রমণ করেছেন ৯৫ লাখ মানুষ। যা গেল বছরের একই সময়ের তুলনায় ১২৫ শতাংশ বেশি। করোনা মহামারির আগে ২০১৯ সালে দেশটিতে এক কোটি ৬০ লাখ বিদেশি পর্যটক পা রেখেছিল।

এর আগে সুনির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য এ সুবিধা চালু করে চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

এসএস

আরও পড়ুন: