এশিয়া
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গে ফুলের জমজমাট ব্যবসা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

ভারতের পশ্চিমবঙ্গে ফুলের বাজারে সুবাতাস বইতে শুরু করেছে। পূজা ও বিয়ের অনুষ্ঠান ঘিরে রাজ্যজুড়ে ফুলের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।

বছরে ফুল ব্যবসায়ীরা অন্তত ৬০ লাখ রুপি লাভ করছেন। তবে প্রতিবেশী দেশগুলোতে ফুল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

নদীয়া জেলার ধানতলা গ্রামে বিস্তৃত মাঠজুড়ে নানা জাতের ফুল চাষ হয়েছে। এ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ফুল চাষে জড়িত।

চলতি বছর সবচেয়ে বেশি গাঁদা ফুল উৎপাদন হয়েছে। এছাড়া রজনীগন্ধা, গোলাপ, ডালিয়া, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা ও জারবেরাসহ নানা জাতের ফুল চাষ হয়েছে।

মাঠ থেকে ফুল সংগ্রহ করে শহরে নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে সম্প্রতি বাংলাদেশ ও নেপালে ফুল রপ্তানি বন্ধ থাকায় ব্যবসার পরিধি কমেছে। এদিকে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, কয়েক হাজার মানুষ ‍ফুল চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত। এ বছর ফুলের চাষ বেশি হয়েছে। কিন্তু আমরা রপ্তানি করতে পারছি না।

নদীয়া জেলার এসব ফুল বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, পাটনা ও হায়দ্রাবাদসহ বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হয়।

আরও পড়ুন: