মালয়েশিয়ায় ভবন ধসে নিহতের পরিচয় মিলেছে

0

মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- বগুড়া জেলার মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লা জেলার মোহাম্মদ সাইফুল ইসলাম ও পাবনা জেলার মো. আহাদ আলী। তাদের পরিচয় নিশ্চিত করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ মিশন।

মিশনের প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়ম ঘটনা স্থলে প্রেরণ করেন। ওই দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস আরও ২ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। বর্তমানে তারা পেনাং জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গেছে।

ধ্বংসস্তূপের নিচে যে ৪ জন কর্মী আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছিল তাদেরকে পুলিশ আটক করেছে। প্রাধমিক তদন্তে দেখা যায় যে তারা ঘটনার সময় ঘটনাস্থলে ছিলো, কিন্তু ঠিক পরেই পালিয়ে যায়।

মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে ঘটা এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীদের মৃতদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণের জন্য পরিবারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করছে হাইকমিশন। এছাড়া নিহত ৩ জন বাংলাদেশি কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্যও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।

আরও পড়ুন: