আফ্রিকা
বিদেশে এখন
0

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া। রাজধানী নাইরোবিতে সংঘর্ষ চলছে আন্দোলনকারী ও সরকারের সমর্থকদের মধ্যে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে রাজপথ না ছাড়ার বিষয়ে অনড় অবস্থানে আন্দোলনকারীরা। এরই মধ্যেই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। পুড়েছে অসংখ্য যানবাহন ও স্থাপনা।

মন্ত্রিসভার প্রায় পুরোটাই রদবদলের পরেও বিক্ষোভ থামাতে পারছেন না প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

গেল ১৮ জুন কর বাড়ানোর প্রস্তাবসহ ২৭০ কোটি ডলারের বিতর্কিত অর্থবিল উত্থাপনের পর বিক্ষোভ শুরু হয় পূর্ব আফ্রিকার দেশটিতে। পরবর্তীতে বিল প্রত্যাহারের পরেও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার ও দুর্নীতি দমনের দাবিতে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ।